চট্টগ্রামের চন্দনাইশে আহলেসুন্নাত ওয়াল জামআতের চেয়ারম্যান শায়খুল হাদীস কাজী মাঈনদ্দিন আশরাফী(ম.জ.আ)র উপর হামলার প্রতিবাদে চন্দনাইশ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে গাছবাড়িয়া কলেজ গেইটে বিক্ষোভ মিছিল শেষে খাজা মোবারক আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,মওলানা সোলাইমান ফারুকী, অধ্যক্ষ খলিলুর রহমান নিজামী, হাফেজ আহমদ আল কাদেরী,আলহাজ¦ নজরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার চন্দনাইশস্হ ভূই খাজা জামে মসজিদে ওয়াজ মাহফিলে সন্ত্রাসীরা হামলা করে।