কুমিল্লার হোমনায় ২০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় হোমনা-মুরাদনগর সড়কের রঘুনাথপুর মাছের আড়তের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক উপজেলার বাগমারা গ্রামের মো. ইসলাম মিয়ার ছেলে মো. ইব্রাহীম (৩০)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে হোমনা থানায় একটি মামলা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, সে পাশর্^বর্তী মুরাদনগর উপজেলার অজ্ঞাতনামা একজনের কাছ থেকে এই মদ কম দামে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রঘুনাথপুর মাছের আড়তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীম সরকারের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুই লিটার করে দশটি মাম পানির বোতলে মোট বিশ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তাকে আটক করেন।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আটক ইব্রাহিম একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে হোমনা থানায় একটি মামলা হয়েছে। আজ (গতকাল) শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।