জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান আদেল বলেছেন, পল্লীবন্ধু এরশাদের সময় দ্রব্যমূল্য সহনশীল ছিল। কেননা উনি জানতেন, জালানী তেলের দাম নির্ধারণ কতটা সংবেদনশীল। এজন্য তিনি ১ লিটার প্রেট্রোলের দাম সাড়ে ৭ টাকা করেছিল।
কিন্তু বর্তমান সরকার রাতের অন্ধাকারে জালানি তেলের দাম ৫০ শাতাংশ বৃদ্ধি করেছে। এতে মানুষের আয় ৫০ শতাংশ কমে যাচ্ছে। আর দ্রব্যমূল্য সমানুপাতিক হারে আরও বাড়তেছে। জনগণের ওপর এভাবে অন্যায়-অত্যাচারে পল্লীবন্ধুর জাতীয়পার্টি চুপ থাকতে পারে না। এজন্য জাতীয়পার্টি গ্রাম-বাংলার মানুষের সুখে-দুখে প্রয়োজনে জীবন দিবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিজেল, কেরোসিন, প্রেট্রোল, অকটেন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে ভূমি অফিসের সামনে ফোয়ারা চত্ত্বরের সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রশিদুল ইসলাম, সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি ফজলার রহমান প্রমূখ।