ভোলায় পুলিশ কর্তৃক সেচ্ছাসেবক দলের নেতা আ. রহিম এবং জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যা এবং জা¦লানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে কেন্দ্রো ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠীত হয়েছে। শুক্রবার (১২আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা বিএনপি’র দলীয় কর্যালয়ের সামনে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. এনামূল করিম সিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিটন ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হাচান খান, উপজেলা বিএনপি’র সাংগঠনীক সম্পাদক মো. রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বেলায়েত হোসেন মাঝি, যুগ্ম আহ্বায়ক মো. তাওহীদুল ইসলাম ও মো. মেহেদি হাচান প্রমূখ। এ সময় বক্তারা বলেন, ভোট ডাকাতির সরকার মধ্য রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে সারা বাংলাদেশের মানুষের জীবনকে নাভিশ্বাস পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ইতোমধ্যে মানুষের জীবন নাকাল, সেই নাকাল জীবনকে আরো ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে সরকার। বর্তমান সরকার মানুষকে খুন ও গুম করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। নাগরিকদের প্রাথমিক মর্যাদা তার ভোটের অধিকারটুকুও কেড়ে নিয়েছে। মিথ্যাচার করে তারা গদি রক্ষা করতে চায়। এ সময় বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি’র অঙ্গ ও সংগঠনের নেতা কর্মীরা উপাস্থিত ছিলেন।