নোয়াখালীর কোম্পানীগঞ্জে খামার থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মোশাররফ হোসেন রিপন (৩৮) নামে এক যুবক গণপিটুনিতে নিহতের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ২টি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুশিল বাদী হয়ে বুধবার রাতে একটি হত্যা মামলা দায়ের করে, মামলা নং:-০৭, তাারিখ: ১০/০৮/২০২২। ওই মামলায় ১৫০ কে অজ্ঞাত আসামি করা হয়েছে। অপরদিকে খামারের মালিক মোঃ জাকির হোসেন বাদী হয়ে ৪-৫ কে আসামি করে একটি চুরির মামলা দায়ের করে। মামলা নং: ৬, তারিখ: ১০/০৮/২০২২ইং।
উল্লেখ্য, বুধবার ভোর রাত ৪টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনতলা সংলগ্ন আবুল বাশার মিয়ার বাড়ির জাকির হোসেনের গরুর খামার থেকে ৪টি গরুর বাছুর ও একই গ্রামের নুর উদ্দিনের গরুর খামার থেকে ৪টি গরুর বাছুরসহ মোট ৮টি গরুর বাছুর চুরি করে সংঘবদ্ধ গরু চোরের দল। গরু চুরি করে লেগুনা যোগে পালিয়ে যাওয়ার সময় একই এলাকার আবুল হাসেমের ছেলে মোঃ বাদশা ও কয়েকজন গরুর মালিক বিষয়টি টের পেয়ে চারিদিকে ফোন করে। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকার সাদ্দামের দোকানের সামনে ট্রাক্টর দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। ব্যারিকেডের মুখে স্থানীয় লোকজন চোরাই গরু ভর্তি গাড়িটি আটক করে। ওই সময় গাড়িতে থাকা চারজন গরু চোরের মধ্যে অন্ধকারে তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও গরু চোর রিপনকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। গণপিটুনিতে রিপন ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান রহমান জানান, এ ঘটনায় থানায় ১টি হত্যা মামলা ও ১টি চুরির ঘটনার তদন্ত চলছে। অচিরে আমরা প্রকৃত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হব।