ভাণ্ডারিয়ায় ১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিমা রানী ধর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমী) রুমানা আফরোজ, অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: ফাইজুর রশিদ খসরু জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জহিরুল আলম, উপজেলা জাতীয় পার্টি জেপি যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার জোমাদ্দার, জাতীয় পার্টি জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যার খানঁ এনামুল করিম পান্না, উপজেলা যুবলীগ সভাপতি এনামুল কবির টিপু, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান মো. এহসাম হাওলাদার প্রমূখ। শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।