নোয়াখালীর সেনবাগে যুবদলের ৯টি ইউনিয়নের আহ্বায়ক কমিটির ঘোষনার ৮ঘন্টা পর ঘোষিত আহ্বায়ক কমিটির স্থগিত করেছে নোয়াখালী জেলা যুবদল। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জেলা যুবদলের সভাপতি মোঃ মঞ্জুরুল আজিম সুমন ও সেক্রেটারী নুরুল আমিন খান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কমিটি স্থগিত করেন। চিঠিতে উল্লেখ্য করা হয় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে জাতীয়তাবাদী যুবদলের সেনবাগ উপজেলা শাখার অধিনস্থ আজকের ঘোষিত ৯টি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিন্ধান্ত বলবৎ থাকবে।
এরআগে বৃহস্পতিবার সকাল ৮টারদিকে সেনবাগ উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান সালা উদ্দিন লিটন ও সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল স্বাক্ষরিত পৃথক পুথক পত্রে একযোগে ৯টি ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছিলো। ওই কমিটিতে ১নং ছাতারপাইয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক করা হয়েছে মোঃ আবু জাফর আহমেদকে ও সদস্য সচিব করা হয়েছে কামাল হোসেনকে ,২নং কেশারপাড় ইউনিয়নের আহ্বায়ক করা হয়েছে মোঃ জসিম পাটোয়ারীকে ও সদস্য সচিব করা হয়েছে ডাক্তার ফারুক হোসেনকে, ৩নং ডমুরুয়া ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে মোঃ জিয়াইল হককে এবং সদস্য সচিব করা হয়েছে জাহাঙ্গীর আলম মানিককে, ৪নং কাদরা ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে রাজু আহম্মেদ বিপ্লবকে ও সদস্য সচিব করা হয়েছে মোঃ জহির আলমকে, ৫নং অজুনতলা ইউনিয়নের আহ্বায়ক করা হয়েছে সামছুল হুদা দুলালকে ও সদস্য সচিব করা হয়েছে খোরশেদ আলম ভূঁইয়াকে, ৬নং কাবিলপুর ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে মহিন উদ্দিন মহিনকে ও সদস্য সচিব করা হয়েছে মোয়াজ্জেম হোসেন দুলালকে, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে ইসমাইল হোসেন পলাশকে ও সদস্য সচিব করা হয়েছে জহিরুল ইসলাম মাসুদকে, ৮নং বীজবাগ ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে আবুল কালামকে ও সদস্য সচিব করা হয়েছে আবুল কাশেমকে, ৯নং নবীপুর ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে মাইনুল হোসেন সজিবকে ও সদস্য সচিব করা হয়েছে রহমত উল্লাহ জসিমকে।
এব্যপারে যোগাযোগ করলে নোয়াখালী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান বলেন-বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঘোষিত আহবাযক কমিটির স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেন। কি ? ধরনের অভিযোগে প্ররিপ্রেক্ষিতে আহ্বায়ক কমিটির ঘোষনার ৮ঘন্টার মাথা স্থগিত করতে হলো এ মন প্রশ্নের জবাবে তিনি বিলেন- সেনবাগে বিএনপির ৫টি গ্রুপ সক্রিয় তাদের অভিযোগের ভিত্তিতে ওই কমিটি স্থগিত করা হয়েছে বলে জানান।