কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আক্তার হোসেন নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। অভিযোগে জানা যায়, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ ঘর উপহার প্রদান করার ঘোষণা দিলে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ৫১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ঘর বরাদ্দ দিয়ে তার কাজ সম্পন্ন করে সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। আর এ ঘরের কাজের দায়িত্ব পান ৯ নং ওয়ার্ডের নামারচর এলাকার মৃত বাহাদুর সরকারের ছেলে আকতার হোসেন মিস্ত্রি। কাজের দায়িত্ব পেয়ে তিনি নিজের খেয়ালখুশি মতো অসাধু কর্মকর্তাদের যোগসাজসে ৫১ টি ঘর মধ্যে ভূমিহীন নয় এমন অধিকাংশ পরিবারকে ঘর প্রদান করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এছাড়াও একই পরিবারের স্বামী-স্ত্রী, পুত্রবধু, মেয়ে, মেয়ে জামাই, মেয়ের শাশুড়ি এবং মৃত ভাইয়ের নামেও ঘর প্রদান করেছেন। তাদের অনেকেই ওই মিস্ত্রির নিজ পরিবারের লোক। শুধু তাই নয় তার দুই মেয়ে এবং শামছুল নামের এক ভাইকে ঘর প্রদান করেছেন যাদের বাড়ী অন্য ইউনিয়নে। এমনকী মৃত ভাইয়ের নামেও এই উপহারের ঘর প্রদান করেছেন এবং এই সুবিধাভোগীদের অধিকাংশই সচ্ছল এবং ভূমির মালিক। এতে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরা এই উপহার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। এদিকে গত ৪ জুলাই প্রধানন্ত্রীর উপহারের এই ঘর বিতরণে অনিয়মের প্রতিবাদে মারববন্ধন করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে ইউপি সদস্য আকতার হোসেন জানান, আমি কোনো ঠিকাদার নই। আমি মিস্ত্রি মাত্র। আর তখন আমি মেম্বার ছিলাম না। আমি ওই ঘরগুলোর কাজ করেছি। যাদের নাম দেয়া হয়েছে তাদের তালিকাও আমি দেইনি। এ্যাসিল্যান্ড অফিস যাচাইবাছাই করে দিয়েছে তবে যাদেরকে দিয়েছে তাদের কেউ কেউ আমার নিজস্ব লোক রয়েছে এটা ঠিক। কিন্তু তারা ভূমিহীন এবং আশ্রয়হীন। তারা খাস জমিতে বসবাস করতো। এজন্য তারা পেয়েছে।
কালীগঞ্জ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) মেহেদী হাসান বলেন, যারা অভিযোগ দিয়েছে তারা কেউ কেউ ঘর পায়নি এজন্য তারা অভিযোগ করেছে। যে ব্যাক্তি অভিযোগ করেছে সেও ঘর পেয়েছে। আর তালিকাভুক্ত সুবিধাভোগীরা খাস জমিতে বসবাস করতো। তখনকার চেয়ারম্যান ভূমিহীন সার্টিফিকেট দিয়েছিলো। ভূমিহীন দেখে তাদেরকে তালিকাভুক্ত করে ঘর দেয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, আকতার ঠিকাদার নন। তিনি আমাদের অফিসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজগুলো দেখাশোনা করেছেন। তবে যে অভিযোগ দিয়েছে সেটা ভিত্তিহীন। আর এসব তালিকা অভিযোগকারী আলাবক্সকে সাথে নিয়ে তহশিলদারের মাধ্যমে যাচাইবাছাই করে ভূমিহীনদেরকেই তালিকাভুক্ত করে ঘর দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাগেশ্বরীতে পদশূন্য থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।