মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার উপজেলার বাউশিয়া ইউনিয়নের অর্ন্তগত চৌদ্দ কাউনিয়া গ্রামে সীমানা নির্ধারন ব্যাতিত ড্রেজার দিয়ে বালু ফেলে অন্যের জায়গা জবর দখলের অভিযোগ পাওয়া যায়।
এমন অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত অমিমাংসিত জায়গায় বালু ভরাটের কাজ স্থগিত করে এবং সেই স্থানে বালু ভরাটের জন্য ব্যবহারিত ড্রেজার সরিয়ে ফেলার নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা যায় অভিযোগ কারি মোহাম্মদ শওকত হোসেন ঢালী ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের বাসিন্দা। তিনি বিগত পনেরো বছর পূর্বে ক্রয়সূত্রে বাউশিয়া ইউনিয়নের অর্ন্তগত চর ডিগ্রি মৌজায় সাড়ে সাত চল্লিশ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। শওকত হোসেন থানায় লিখিত তার অভিযোগ পত্রে উল্লেখ করে হোসেন্দি ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী মোঃ টিটু হাজী তার পার্শ্ববর্তী সীমানায় অবৈধভাবে জোড়পূর্বক সীমানা নির্ধারন না করেই মনগড়া ভাবে ড্রেজার দিয়ে অমিমাংসিত জায়গায় বালু ভরাটের শুরু করে।
এই বিষয়ে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী টিটু হাজী মুঠোফোনে বলেন আমি আমার ক্রয় করা জায়গায় সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় বালু ভরাটে কাজ করছি। তার অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গজারিয়া থানা পুলিশ পরিদর্শক সেকান্দার হোসেন মিয়া জানায় অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে সঠিক কাগজপত্র যাচাই বাচাইয়ের জন্য উভয় পক্ষ কে থানায় বসার আহৃবান করা হয়েছে।