কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ফয়জুল উলুম আলিম মাদ্রাসার ৪ তলা নতুন ভবন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অর্থমন্ত্রী সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন। মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভিনিং বডি সভাপতি অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জোবায়েদা হান্নান কলেজ অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, মাধবপুর মাদ্রাসা সুপার আবু বক্কর, মাদ্রাসা গভিনিং বডি সদস্য মোবারক খাঁন, মক্রবপুর ইউপি আ.লীগ সভাপতি ডা: জাহাঙ্গীর আলম মজুমদার, সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, যুবলীগ নেতা বাহার, ছাত্রলীগ নেতা শহীদুল্লাহ প্রমুখ।