নোয়াখালীর সেনবাগ উপজেলার যুবদলের ৯টি ইউনিয়নের আহ্বায়ক কমিটির ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সেনবাগ উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান সালা উদ্দিন লিটন ও সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল স্বাক্ষরিত পৃথক পুথক পত্রে একযোগে ৯টি ইউনিয়নের ২৭৯ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
এতে ১নং ছাতারপাইয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক করা হয়েছে মোঃ আবু জাফর আহমেদকে ও সদস্য সচিব করা হয়েছে কামাল হোসেনকে ,২নং কেশারপাড় ইউনিয়নের আহ্বায়ক করা হয়েছে মোঃ জসিম পাটোয়ারীকে ও সদস্য সচিব করা হয়েছে ডাক্তার ফারুক হোসেনকে, ৩নং ডমুরুয়া ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে মোঃ জিয়াইল হককে এবং সদস্য সচিব করা হয়েছে জাহাঙ্গীর আলম মানিককে, ৪নং কাদরা ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে রাজু আহম্মেদ বিপ্লবকে ও সদস্য সচিব করা হয়েছে মোঃ জহির আলমকে, ৫নং অজুনতলা ইউনিয়নের আহ্বায়ক করা হয়েছে সামছুল হুদা দুলালকে ও সদস্য সচিব করা হয়েছে খোরশেদ আলম ভূঁইয়াকে, ৬নং কাবিলপুর ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে মহিন উদ্দিন মহিনকে ও সদস্য সচিব করা হয়েছে মোয়াজ্জেম হোসেন দুলালকে, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে ইসমাইল হোসেন পলাশকে ও সদস্য সচিব করা হয়েছে জহিরুল ইসলাম মাসুদকে, ৮নং বীজবাগ ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে আবুল কালামকে ও সদস্য সচিব করা হয়েছে আবুল কাশেমকে, ৯নং নবীপুর ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে মাইনুল হোসেন সজিবকে ও সদস্য সচিব করা হয়েছে রহমত উল্লাহ জসিমকে।
সেনবাগ উপজেলা যুবদলের আহাবায়ক সুলতান সালা উদ্দিন লিটন ও সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল ৯টি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণার সত্যতা নিশ্চত করে বলেন,সেনবাগে বিভিন্ন গ্রুপে বিভক্ত সকল নেতাকর্মীর সমন্বয়ে বিভাগ,জেলা ও উপজেলা নেতাদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষনা করা হয়।