নোয়াখালীর সেনবাগ পৌরসভার জাতীয় পার্টির সাবেক সভাপতি ও দলিল লিখক মোঃ মোস্তফা মিয়া (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এরআগে বুধবার সকালে তিনি সেনবাগ থেকে কে.কে ট্রাভেলস নামের একটি যাত্রীবাহি বাস যোগে ঢাকার ঊদ্যেশ্যে রওয়ানা দিয়ে কুমিল্লা ক্যান্টমেন্ট এলাকায় পৌছলে গাড়ীটি দুর্ঘটনা পতিত হয়ে তিনি সহ অনেক যাত্রী মারাত্বক আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বাদ জোহর সেনবাগ পৌরসভার বাতানিয়া গ্রামের মসজিদ আলা বাড়ির দরজায় নামাজের জায়নাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।