বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখা প্রতিষ্ঠাতা সভাপতি ও সিজিয়ারা উচ্চবিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক হাবিবুর রহমান (৬৫) আর নেই। বুধবার ভোররাত ৩টায় নাঙ্গলকোট পৌর সদরের গোত্রশাল গ্রামের তুলাপুকুরিয়া পাড়ার নিজ বাড়ীতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। একই দিন বিকেল ৩টায় তুলাপুকুরিয়া জামে মসজিদ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কর্ম জীবনে তিনি ১৯৭৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জেলার চৌদ্দগ্রাম উপজেলার সাঙ্গীশ্বর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৯১ সালে নিজ উপজেলা নাঙ্গলকোটের সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ২০১৭ সালে কর্ম জীবন সমাপ্ত করেন। তিনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখা সভাপতি ছিলেন। মাস্টার হাবিবুর রহমানের বড় ছেলে রবিউল হাসান সোহেল ব্রাক ব্যাংকে কর্মরত, ছোট ছেলে প্রকৌশলী মোহাম্মদ রুবেল রাজধানীর একটি বেসরকারী কোম্পানিতে কর্মরত, বড় মেয়ে শামীমা আক্তার হিরা মন্নারা আলহাজ¦ ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক। মৃত্যু কালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী, ছাত্র-ছাত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, মেয়র আবদুল মালেক, নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা সায়েম মাহবুব, সভাপতি এ এফ এম শোয়াইব, সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি আবুল খায়ের আবু, সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পদক বেলাল হোসেন-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।