বৈরি আবহাওয়া ও উত্তাল সমুদ্রে ভোলার দৌলতখানের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ট্রলারের সাত জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারে থাকা এক জেলের খোঁজ মেলেনি। নিখোঁজ জেলের নাম মিজান। তার বাড়ি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। সে ওই ইউনিয়নের আবদুল মালেক মালের ছেলে। জেলেরা জানায়, গত তিনদিনেও নিখোঁজ জেলে মিজানের সন্ধান মেলেনি। বুধবার ট্রলারে থাকা উদ্ধার হওয়া জেলেরা স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। জানা যায়, ১০ দিন আগে ট্রলারের মাঝি মোঃ ইসমাইল ৮ জেলেসহ দৌলতখান থেকে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। গত সোমবার রাতে বঙ্গোপসাগরে জাল টেনে তীরে ফিরে আসার সময় হাতিয়ার বয়ারচর এলাকায় ট্রলারটি ঝড়ের কবলে ডুবে যায়। এ সময় পাশে থাকা অপর একটি ট্রলারের জেলেরা সাত জেলেকে জীবিত উদ্ধার করলেও মিজান নামের এক জেলেকে উদ্ধার করতে পারেনি। এঘটনার পর থেকে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা অনেক খোঁজাখুজি করলেও তার হদিস মেলেনি। নিখোঁজ জেলে মিজানের হদিস না পাওয়ায় তার পরিবারে চলছে শোকের মাতম। দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, নিখোঁজ জেলের সন্ধানে আমরা খোঁজ-খবর নিচ্ছি।