নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কাশেমকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আবুল কাশেম সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পূর্ব ছাতারপাইয়া গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে। আবুল কাশেমের বিরুদ্ধে সেনবাগ থানায় দায়ের করা জিআর মামলা নং ০৫/০৭ এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলো। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে।