গমের উপর অতিমাত্র ক্ষতিকর ‘ব্লাস্ট রোগ’ ও পোকা দমন গবেষণায় বাংলাদেশে এই প্রথম সফলতা এবং সাফল্যের সাথে পিএইচডি ডিগ্রি অজর্ন করেছেন কৃষিবিদ ড. হুমায়ুন কবির। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের তত্তাবধায়ক প্রফেসর ড. মো. বাহাদুর মিঞা অধীনে “উবাবষড়ঢ়রহম ধহ ওহঃবমৎধঃবফ গধহধমবসবহঃ ড়ভ ডযবধঃ ইষধংঃ রহ ইধহমষধফবংয” শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাকে এ পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। কৃষিবিদ ড. হুমায়ূন কবিরের গ্রামের বাড়ী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কিল্লাতাজপুর। সে মরহুম গিয়াস উদ্দিন তালুকদারের ছেলে।
কৃষিবিদ ড. হুমায়ূন কবির বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার হিসেবে দায়ত্বরত রয়েছেন। পিএইচডি ডিগ্রি অর্জনের বিষয়টি বুধবার (১০ আগস্ট) সকালে তিনি নিজেই নিশ্চিত করেছেন। এরআগে চলতি বছরের গত ৩০ জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩২৩ তম সিন্ডিকেট অধিবেশন অনুষ্ঠানে দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। ২০১১ সালে ২৯ তম বিসিএস এর মাধ্যমে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
কৃষিবিদ হুমায়ূন কবির ১৯৯৭ সালে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় থেকে স্টার মার্ক এবং ১৯৯৯ সালে নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। পরে ২০০০ সালে এশিয়ার কৃষি শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন। সেখান থেকে প্রথম শ্রেণীতে বিএসসি এজি (অনার্স) এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ হতে এ গ্রেড পেয়ে এমএস ডিগ্রি লাভ করেন।
জানা যায়, গমের ব্লাস্ট রোগের নিয়ন্ত্রণের উপর এটিই দেশের প্রথম সফল গবেষণা। এনিয়ে জাতীয়ভাবে সাতটি রিসার্চ পেপার ও আন্তর্জাতিক জার্নালে সংবাদ প্রকাশিত হয়েছে। তার গবেষণায় প্রাপ্ত ফলাফল দেশী-বিদেশী বিজ্ঞানী, কৃষকদের গম উৎপাদন ও ফলন বৃদ্ধিতে অপরিসীম ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু তাই নয়, বর্তমানে আধুনিকযুগে কৃষির আধুনিক প্রযুক্তি বিস্তারেও ব্যাপক ভূমিকায় অবদান রাখবে। তার এমন সাফল্যে কর্মস্থলসহ তার এলাকার লোকজন আনন্দিত।
পিএইচডি ডিগ্রি অর্জন বিষয়ের কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, ‘দেশে প্রথম গমে ক্ষতিকারক রোগ নিয়ন্ত্রণ গবেষণায় পিএইচডি অর্জন। যা অ্যাকাডেমিক পর্যায়ে সর্বোচ্ছ ডিগ্রি। এমন সাফল্যে ও অর্জনকে কাজে লাগিয়ে দেশে উৎপাদিত গমে আক্রমণকারী ক্ষতিকারক পোকা দমন, গমের উৎপাদন বৃদ্ধি ও কৃষি উন্নয়নে বিশেষভাবে খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করতে সহজ হবে। আমার এ পিএইচডি ডিগ্রি অর্জন শুধু একার নয়, সকলের। আগামীতে কৃষি উন্নয়নে সাফল্যের সমৃদ্ধি করতে পারি এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’