রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের খারপারা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন তরুণী।
রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের খারপারা গ্রামের শেখ তানিমকে বিয়ে করার দাবীতে ৮ আগস্ট সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় থেকে প্রেমিক তামিমের বাড়িত অনশন করে প্রেমিকা ইমা বেগম নামে এক তরুণী। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ জনপ্রতিনিধি সাংবাদিক ও বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত হন ওই বাড়িতে একপর্যায়ে উইপি চেয়ারম্যান জোবায়ের আহমদ ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলু ও রাজগর থানা পুলিশের অনুরোধে রাত নয়টার সময় ওই তরুণী বাড়ি থেকে চলে যায়।
ইমা বেগমের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া গ্রামে। সে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
ইমা বেগম এর ভাষ্যমতে, চার মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক। বিয়ের লোভ দেখিযে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন শেখ তামিম। বিগত ১ জুন তাকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে রাজনগরে একটি ঘরে রেখে রাতভর শারীরিক সম্পর্ক করে শেখ তানিম। সকালে নাস্তা আনার কথা বলে তিনি পালিয়ে যান। পরবর্তীতে পুনরায় ইমা বেগমের বাড়িতে দেখা করতে গেলে তাকে স্থানীয় জনসাধারণ আটকে ফেলে তখন শেখ তানিমের বাবা মাসুক মিয়া বন্ড পেপারে সই করে ৯ তারিখ বিয়ের দিন ধার্য করে তানিমকে বাড়িতে নিযে আসেন। কিন্তুু দুইদিন পর তিনি বিয়ের কথা অস্বীকার করেন। তাই বিযের দাবিতে প্রেমিক তামিমের বাড়িতে অনশন পালন করতে বাধ্য হয়েছি। এদিকে বিয়ের দাবীতে ১৪ জুন ২০২২ নারী ও শিশু নির্যাতন দমন আদালত মৌলভীবাজার পিটিশন মামলা করে ওই তরুণী মামলা নং ৮৬। মামাটি বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে শেখ তামিম বলেন,বন্ধুকে সাহায্য করতে তিনি ওই মেয়েকে নিয়ে আসেন। তিনি পূর্বে ঐ মেয়েকে চিনতেন না বলে উল্লেখ করেন এবং তার উপর আনীত সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এ ব্যাপারে শেখ তানিমের মা বলেন, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে ঐ মেয়ে।
এ ব্যাপারে রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন,ইতিমধ্যে ঐ বিষয়ে একটি ধর্ষণ মামলা হয়েছে যার তদন্ত সিআইডিতে রয়েছে। আমাদের কাছে বিয়ে না করার প্রতারণার একটি বন্ড পেপার দিয়েছেন অভিযোগকারী, তাই মামলা গ্রহণ করা হয়েছে।