হবিগঞ্জের মাধবপুর উপজেলার দলগাঁও গ্রামের ব্রীজের পাশে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ সফিক মিয়া (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর (সিঙ্গারবিল) গ্রামের মোঃ রাজ্জাক মিয়ার ছেলে।
সোমবার গভীর রাতে থানার এস.আই ইসমাঈল হোসেন উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের ব্রীজের পাশে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ সফিক মিয়া (৩০) কে গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান-এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলের ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেয়া হবে না। এয়াড়া সোমবার সকালে উপজেলার লোহাইদ গ্রামে অভিযান চালিয়ে ৫২ কেজি ভারতীয় গাঁজাসহ হৃদয় মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডাউড়া গ্রামের বেনু মিয়ার ছেলে।