ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরার পথে তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ ছয় লাখ সাত হাজার টাকা ও২৬০০ ভারতীয় রুপিসহ মালামাল জব্দ করা হয়। সোমবার দুপুরে আখাউড়া চেকপোষ্টের ৬০ বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো লক্ষ্মীপুরের পশ্চিম চৌপলি গ্রামের এ,কে,এম সাইফুল্লাহ খানের ছেলে মোঃ কামরুজ্জামান খান (৩৮), কুমিল্লার হোমনা উপজেলার আব্দুল কায়ুমের ছেলে মোঃ মনিরুল হোসেন (৪৩) ও কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাচকহানিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম (৪০)।
আখাউড়া আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ কামাল উদ্দিন বলেন, ওই তিন বাংলাদেশি নাগরিক দুপুরে আগরতলা থেকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তাদেও গতিবিধি সন্দেহজনক মনে হলে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ব্যাগেজ তল্লাশী করে নগদ ছয় লাখ সাত ৭ হাজার টাকা, ২ হাজার ৬শ ভারতীয় রুপি ও বিভিন্ন মালামাল জব্দ করে। আটককৃতরা হুন্ডি ব্যবসায়ী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃদের বিরুদ্ধে মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।