শ্রীমঙ্গলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন, নগদ অর্থ ও ক্ষুদ্র ঋনের চেক বিতরন করা হয়েছে।
সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনু্ষ্িঠত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, উপজেলা বিএমএ'র সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, সনাক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জগতজোতি ধর, এমসিডা'র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন প্রমুখ।
আলোচনা সভা শেষে ১০ জন দু:স্ত নারীকে বিনামুল্যে সেলাই মেশিন, ১০ জন নারীকে ২ হাজার টাকা করে মোবাইল ব্যাংকিং উপায় এর মাধ্যমে ২০ হাজার টাকা এককালীন অনুদান এবং ৩৫ জন নারীকে ১৫ হাজার টাকা করে ৫ লাখ ২৫ হাজার টাকা ক্ষুদ্র ঋনের চেক বিতরন করা হয়।