দক্ষিন এশিয়ার প্রকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় মাছ শিকারের অপরাধে আইডিএফ"র সেচ্ছাসেবক'কে কারাদ- প্রদান করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হালদার মাছ্শিকারী মোঃ নাজিমউদ্দিন (৩৮)নামে এক আইডিএফ সেচ্ছাসেবক'কে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।কারাদন্ডকৃত ব্যক্তি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জব্বার বলির বাড়ির মোঃ শাহ আলমের পুত্র।
উপজেলা প্রশাসনের সুত্রে জানা যায় মোঃ নাজিমউদ্দিন নামক এক আইডিএফ সেচ্ছাসেবক'কে, বিরুদ্ধে গত শনিবার ১ টি ৬ কেজি ওজনের মা মাছ (কাতল) ও রোববার ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরার অভিযোগ পাওয়া যায়। অভিযোগ মোতাবেক গত রোববার সকাল ১২ টা থেকে বোয়াল মাছসহ তাকে আটকের চেষ্টা করা হয়, কিন্তু প্রশাসনের গতিবিধি টের পেয়ে স্থান পরিবর্তন করতে থাকে। স্থানীয় চেয়ারম্যান সারোয়ার মো রর্শেদ তালুকদারের সহায়তায় তাকে আটক করা গেলেও মাছটি উদ্ধার করা সম্ভব হয় নি। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত নাজিম মাছটি চৌধুরীহাটে কোন এক অচেনা ব্যক্তির নিকট বিক্রয় করে। গত কয়েকদিন ধরে বর্শি দিয়ে মা মাছ ধরার অভিযোগ পাওয়া গেলে বিভিন্ন স্থান থেকে বর্শি উদ্ধার করা হয় কিন্তু কাউকে আটক করা সম্ভব হয় নি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হালদা নদীতে বঁড়শি দিয়ে মাছ শিকারের অপরাধে মোঃ নাজিম আটক করা হয়। দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, হালদায় মহামান্য হাইকোর্ট নির্দেশিত ডলফিন রক্ষা, মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের চলমান কঠোর অভিযান অব্যাহত থাকবে।