কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন উপলক্ষে আলাচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউ,এন,ও মো. আবদুল জব্বার এর সভাপতিত্বে ‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা“ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: এজাজ আহমেদ মামুন, আরও বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার আবু সালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ প্রমুখ। শেষে দুঃস্থ অসহায় মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হয়।