ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কার্ভাটভ্যান ভর্তি ভারতীয় শাড়িসহ কাভার্ডভ্যানের চালক ও হেলফার আটক। শুক্রবার বেলা ১২ টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ১১ টি মডেলের ৯০২টি ভারতীয় শাড়ি ও কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আটককৃত কাভার্ডভ্যানের চালক গাজিপুরের টঙ্গীর লোকমান হোসেনের ছেলে মাহবুব হোসেন (২৮) ও হেলপার একই এলাকার মৃত আব্বাস তালুকদারের ছেলে আল-আমিন (২০)।
পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় যে কাভার্ডভ্যানে করে ভারতীয় শাড়ি আশুগঞ্জের দিকে আসছে। খবর পেয়ে আশুগঞ্জ টোলপ্লাজায় পুলিশ তল্লাশী চৌকি স্থাপন করে তল্লাশী চালিয়ে ভারতীয় শাড়ী, কার্ভাটভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেন।
আশুগঞ্জ থানার এসআই, মুফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজায় তল্লাশী চৌকি স্থাপন করে ভারতীয় শাড়িসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটককৃত মালামাল ও ব্যাক্তির বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন,উদ্ধারকৃত শাড়ীর মুল্য প্রায় কুড়িলক্ষ টাকা হবে বলে জনান।