নানা আয়োজনের মধ্যে দিয়ে নোয়াখালীর সেনবাগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সেনবাগ উপজেলা প্রশাসন।
শুক্রবার (৫আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের নেতৃত্বে প্রথমে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রেশমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়ার আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম ভূঁইয়া রিগান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব প্রমুখ বক্তব্য রাখেন।
পরে দিন টি উপলক্ষে দেশ ও জাতীর কল্যাণ বিশেষ মোনাজাত ও যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারগন উপস্থিত ছিলেন।