পুলিশি মামলায় ভোলার দৌলতখানে যুবদল নেতা আলমগীরকে আটক করেছে ভোলা সদর থানা পুলিশ। গ্যাসের দাম বৃদ্ধি - বিদ্যুতের ব্যাপক লোডশেডিং ও নিত্যপণ্যের দামবেশির প্রতিবাদে কেন্দ্রিয় বিএনপির কর্মসূচি বাস্তবায়নে রোববার ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষের মামলায় তাকে আটক করা হয় বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, আলমগীর দৌলতখান পৌর যুবদলের আহবায়ক। রোববার গভীর রাতে দৌলতখান পৌর এলাকার ৯ মং ওয়ার্ড বাসা থেকে তাকে আটক করা হয়। সূত্র জানায়, ভোলায় পুলিশ বিএনপি সংঘর্ষ মামলায় ৪ শত বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আলমগীরকে আটক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বাড়িঘরে পুলিশি হানার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দৌলতখান উপজেলা বিএনপি। দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, ভোলা থানার পুলিশ আলমগীরকে আটক করেছে।