কুমিল্লার নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ এর প্রতিষ্ঠাতা আলহাজ মো- রবিউল হোসেন এর ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার মডেল মহিলা কলেজ মিলনায়তনে কলেজ গভঃবর্ডির সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফুল হক, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন, নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ আবদুল হান্নান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মডেল মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, সমাজকর্মী বৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ কলেজ মাঠে গাছের চারা রোপন করেন।