চট্টগ্রামের চন্দনাইশে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে শতাধিক বর যাত্রীকে অসুস্হবস্হায় স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় গত শুক্রাবার কাঞ্চনাবাদ ইউনিয়নের এলাহাবাদ এলাকার বাসিন্দা মাজুদ গনির ছেলে মাসুদের সাথে একই এলাকার কামালের
মেয়ে নিহার বিবাহ অনুষ্ঠান ছিল। এ সময় কনেসহ বরযাত্রীর লোক জন স্হানীয় মাসুমা কনভেনশন হলে খাবার খেয়ে অসুস্হ হয়ে পরে। অসুস্হ আহমদ ছফি(৫৮) বলেন,বিয়ের খাবার খেয়ে ওইরাত হতে অসুস্হ হয়ে পরেন। পরদিন রোববার সকালে হাসপাতালে ভর্তি হন। স্হানীয় ইউপি চেয়ারম্যান আবদুল শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।