মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০২১-২০২২ অর্থ বছরের মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক পরিচালিত দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল হতে উপজেলার ৩ জন দুঃস্থ মহিলা ও শিশুকে চেক প্রদান করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চেক প্রদান অনুষ্ঠানে দুঃস্থদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর, সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, এ্যাড. তাহামিনা আক্তার তুহিন।
মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পালের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সরকারি ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, মুক্তিযোদ্ধা আবদুল মতিন, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী, বয়রাগাদি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সোহাগ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু, লতব্দী ইউপি চেয়ারম্যান ফজলুল হক, বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, রশুনিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান জয়ন্ত ঘোষ প্রমুখ।
উপজেলার মালখানগরের শিউলী রানী মুখার্জীকে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়। তার স্বামী অসুস্থ হয়ে বিছানায় এবং একমাত্র সন্তান ক্যানসারে আক্রান্ত। এ ছাড়া লোখা পড়া চালানোর জন্য কেয়াইন এলাকার সুমাইয়া আক্তার ও বাসাইল এলাকার দীপ্তিকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।