দীর্ঘ ১৮ বছরের পথ পাড়ি দিয়ে নতুন আশা'র সূর্য উদয় হলো জলঢাকা আওয়ামীলীগের। নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফাকে সভাপতি, আবু সাঈদ শামীমকে সাধারণ সম্পাদক ও এনামুল হককে সাংগঠনিক সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট (আংশিক) জলঢাকা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। গত (৩০ জুলাই ২০২২) মধ্যরাতে নীলফামারী সার্কিট হাউসে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের যৌথ স্বাক্ষরিত পত্রে উল্লিখিত কমিটির অন্যান্যের মধ্যে সহ-সভাপতি অধ্যক্ষ একে আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার, নুরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ হোসেন ভেন্ডার, সারোয়ার হোসেন সাদের, আলহাজ¦ সোহরাব হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, সারোয়ার রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল গনী স্বপন, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বাবলা, উপ-দপ্তর সম্পাদক আহসান হাবিব সাহেদ, সাংস্কৃতিক সম্পাদক প্রণজিৎ কুমার রায়, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নলিনী বিশ্বাস জয় প্রমুখ। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে জলঢাকা উপজেলা আ.লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করে তা জেলা কমিটির কাছে হস্তান্তরের নির্দেশ প্রদান করা হয়েছে ওই পত্রে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকারী সদস্য ও সাবেক এমপি হোসনেয়ারা লুৎফা ডালিয়া, সাফুরা বেগম রুমি, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে ওইদিন দুপুরে জলঢাকা সরকারি কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। উল্লেখ্য, ২০০৪ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল জলঢাকা উপজেলা আ.লীগের কাউন্সিল। দীর্ঘ ১৮ বছরের পথ পাড়ি দিয়ে নতুন কমিটি পেয়ে জলঢাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে। এ আনন্দে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ চলছে।