হাটহাজারী উপজেলার ফতেপুরস্থ জোবরা পি. পি স্কুল এন্ড কলেজের নান্দনিক গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার আলাওল দিঘি শাহ আবদুল মালেক আল কুতুবী জামে মসজিদ সংলগ্ন স্হানে গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এ.কে.এম ফজলুল হক (ভাইস চেয়ারম্যান) এর জ্যেষ্ঠপুত্র মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম। এ সময় উপস্থিত ছিলেন জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান, অধ্যক্ষ মোহাম্মদ শফিউল আলম, ভূমি দাতা হাজী মোহাম্মদ আলী হোসেনের পুত্র সিরাজুল ইসলাম, যমুনা অয়েলের ম্যানেজার মোঃ আবুল বাশার বাবুল, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি মোহাম্মাদ শফি, হাটহাজারী উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য শফিউল আলম, ফতেপুর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশা প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলহাজ¦ শায়ের মোঃ এমদাদুল ইসলাম কাদেরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।