নীলফামারীর সৈয়দপুরে শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম এর ৪৬তম হত্যা বার্ষিকী উপলক্ষে এক স্বরণ সভার আয়োজন করা হয়। ২১ জুলাই সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই স্বরণ সভার আয়োজন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটি।
এ সময় বক্তব্য বলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম,সহ সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোকছেদুল হক কুসুম। জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় পরিষদের শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম মোমিন। জাসদ সৈয়দপুর পৌর শাখার সভাপতি আবদুল মান্নান,সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা সুজা,শ্রমিক নেতা মনিরুজ্জামান মনির,নারী নেত্রী রুমা সুজা,লিজা ও মাহবুবা হকসহ অনেকে।
স্বরণ সভায় সৈয়দপুর উপজেলা শাখার জাসদের সভাপতি আজিজুল ইসলাম বলেন,জিয়াউর রহমান একজন হত্যাকারী অবৈধ শাসক ছিলেন। তিনি অন্যায়ভাবে কর্নেল তাহেরসহ ৪ হাজার ৫শ জন সিপাহী অফিসারকে মিথ্যা অপবাদ দিয়ে দোষী সাব্যস্ত করে ঠান্ডা মাথায় খুন করেছেন। তিনি দেশ ও জাতীর সাথে বেঈমানী করেছেন। হাঁ না ভোট দিয়ে তামাশা করেছেন। প্রেসিডেন্ট সায়েমের কাছে থেকে অস্ত্রের মুখে পদত্যাগ পত্র নিয়েছেন। তারপর নিজেই স্বঘোষিত চীফ এডমিনিস্ট্রেট এবং প্রেসিডেন্ট সেজেছেন। কর্নেল তাহের ও জাসদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এমনকি দেশ ও জাতীর সাথেও বেঈমানী করেছেন।
অথচ তাকে কর্নেল তাহেরই অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন।