সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে -অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। প্রশাসনের অনুমতি নিয়ে আগামীকাল ৩০ জুলাই শনিবার নবীনগর পৌর এলাকার নবীনগর-রাধিকা সড়কের পাশে জল্লা (চারগ্রাম পশুর হাটে) বুড়ি নদীর তীরে এক মনোরম পরিবেশের মাধ্যমে সম্মেলন সম্পন্ন করার জন্য প্যান্ডেল,তোরন তৈরিসহ সকল প্রস্তুতি শেষ করেছে উপজেলা বিএনপি। সম্মেলনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবার কথা থাকলেও সভাপতি পদে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি এডভোকেটন এম এ মান্নান ও সাংগঠনিক সম্পাদক পদে আশরাফ হোসেন রাজু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে যাওয়ার কারণে শুধু মাত্র সাধারণ সম্পাদক পদে ভোট হবে। সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজমুল করিম ঘোড়া প্রতীক ও সাবেক সাধারণ সম্পাদক মো. মলাই মিয়া মোরগ প্রতীক নিয়ে লড়ছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেটন এম এ মান্নান জানান, আমরা প্রশাসনের অনুমতি নিয়ে সম্মেলন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সম্মেলনে ২০টি ইউনিয়নের ১৪২০জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। আশা করছি শান্তিপুর্ন ও সুষ্ঠভাবে আমরা আমাদের সম্মেলন শেষ করতে পারবো। উপস্থিত থাকবেন, কেন্দ্রিয়,জেলা ও উপজেলার দলীয় নেতা কর্মীরা। সম্মেলন উপলক্ষে দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।