পৌরসভার ২০২২-’২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই বারের নির্বাচিত মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম পৌর মিলনায়তনে তার দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় এবং পৌরসভার ২০তম বাজেট ঘোষণা করেন।
৪৪ কোটি ২৭ লাখ ৪১ হাজার ৪৯২ টাকা ১১ পয়সা আয় এবং
৪৪ কোটি ৫ লাখ ৬৮ হাজার ৬৫৫ টাকা ব্যয় ও ২১ লাখ ৭২ হাজার ৮৩৭ টাকা ১১ পয়সা সমাপনী ¯ি’তি রেখে এই বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেট বক্তৃতায় মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, হোমনা পৌরসভা হবে সকলের শহর। এই শহরের উন্নয়নে আমরা দল-মত নির্বিশেষে সকলে এগিয়ে আসব এই আমার প্রত্যাশা।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, এই পৌরসভাকে নিজেদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলি।
এসময় উপ¯ি’ত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, পৌর প্রকৌশলী মো. ফেরদৌস আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন, হিসাব রক্ষক মো. বিল্লাল হোসেন, প্রধান সহকারী মো. আবদুল মুন্নাফ, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, কাউন্সিলর আবুল কালাম আজাদ, ফাতেমা বেগম, সুকিয়া বেগম, শিল্পী বেগম, মো. বিল্লাল হোসেন, মো. আবুল হোসেন, মো. শফিকুল ইসলাম সবু, মো. মোন্নাফ মিয়া, মো. কামাল হোসেন জামাল, আবদুল কাদির, মো. সোবহান মিয়া, সাংবাদিক, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী এবং ¯’ানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন।