দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে মূল্যায়ন ও সমাপনী, মৎস্য সমিতিকে খাদ্য পরিবহনযোগ্য পিকআপ ভ্যান ও সুফলভোগী চাষীদের মাঝে উপকরন বিতরন করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য হ্যাচারির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাাফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, রংপুর মৎস্য বিভাগীয় উপ-পরিচালক মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির আলম, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল হাসনাত খান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মো: সায়েম প্রমখ। অনুষ্ঠানে চাষীদের দুই সমিতিকে মৎস্য খাদ্য পরিবহনযোগ্য পিকআপ ভ্যান ও সুফলভোগী চাষীদের মাঝে উপকরন বিতরন করা হয়। পরে, অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মননা ক্রেস্ট দেয়া হয়।