মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮জুলাই) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের
সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার মোহাঃ রফিকুল আলম এর সঞ্চলনায় আলোচনা সভায় কিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান
ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু,
ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটন,বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান প্রমুখ।
আলোচনা সভা শেষে র্যালী ও জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছের প্রজন্ন বাড়াতে গজারিয়ায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মনুচি গ্রহণ করেছে উপজেলা মৎস্য অফিস।