টাকা ছাড়া একটি অক্ষরও লেখেন না, পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মরতরা। অনেকক্ষেত্রে টাকা নিয়েও কাজ না করে দেওয়ার ঘটনা কম নয়।
সরজমিনে দীর্ঘ অনুসন্ধানের আলোকে জানা যায়, সেবা প্রার্থীরা ভোগান্তি, হয়রানিসহ নানান অজুহাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছেন দীর্ঘদিন ধরে। জমির ভেজাল নেই এমন ভুমি মালিক খুঁজে পাওয়া যাবে না। এই অফিসে ত্রিশধারা চলাকালীন একজনের থাকার বাড়ি-ভিটা আরেকজনকে দেওয়ার ঘটনা অনেক। এই সমস্যার সমাধান আবার তারাই দিবেন, অর্থের বিনিময়ে। পঞ্চগড়ের ভুমি মালিকদের কোটি কোটি টাকার সম্পত্তির কাগজপত্র সংরক্ষণের ঘরটির চাবি যার হাতে থাকে তিনিও একজন দালাল হিসেবে প্রথমে প্রবেশ করেন এই অফিসে। দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে তিনি অনেক অফিস স্টাফের কাছে বিশ^স্তের পাত্র বনে গেছেন। অথচ সচেতন মহল অফিস প্রধানের এমন অসচেতনতা ও খামখেয়ালীপনায় হতাশা প্রকাশ করছেন।
ভুক্তভোগী একজন বীর মুক্তিযোদ্ধা সেটেলমেন্ট অফিস থেকে বের হওয়ার সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, এই অফিসে টাকা ছাড়া একটা অক্ষরও লেখা হয় না। কিছুদিন আগে কিছুটা প্রকাশ্যেই মামলা নিরসনে উপস্থিত বাদী-বিবাদীর নিকট থেকে একশত টাকা হারে উত্তোলন করা হতো। সাংবাদিকরা সংবাদ প্রকাশ ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে ফোন করে অভিযোগ করায় এখন এই হাজিরার টাকা নেওয়া হয় কৌশলে। অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী থেকে শুরু করে এএসও পর্যন্ত সবাই চেয়ারে বসে কাজ করেন। এই অফিসের চেয়ারগুলো এমনভাবে পরিপূর্ণ থাকে, যে কারও বুঝতে অসুবিধা হবে, কে দালাল, কে পিয়ন, কে ঝাঁড়-দার বা কে এই অফিসের কর্মকর্তা। সেবাপ্রার্থীদের কপালে তো চেয়ার কখনও জোটে না। পুরো অফিসে চলছে হযবরল অবস্থা। এক একটি বিচারিক এজলাস যেন এক একটি ব্যবসা প্রতিষ্ঠান। সাংবাদিক থেকে শুরু করে টোকাইরা পযর্ন্ত এই অফিসে দাপট দেখিয়ে টাকা নিয়ে যায়। কারণ এই অফিসটির সব ধরণের গোমর ফাঁস হয়ে গেছে সাধারণ মানুষের সামনে।
একটি সূত্র জানায়, বর্তমান অফিস প্রধান সহকারী সেটেলমেন্ট অফিসারের অতিরিক্ত ঘুষ বাণিজ্যের কারণে অফিসের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে। তিনি বগুড়ার বলেই কৌশলে বগুড়ার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে এখানে বদলী করে আনেন। ভুক্তোভোগী ভুমি মালিকদের সাথে কথা বলে জানা যায়, কাজীপাড়া মৌজার দায়িত্বপ্রাপ্ত অফিসার মো: সাইফুদ্দিন, আবদুস সালামের ১৩ শতক জমি দখল থাকা সত্তেও বাদীকে কেটে দেন। এছাড়াও একই মৌজায় বীর মুক্তিযোদ্ধা ঈসমাইল হোসেনের ৫০ বছরের দখলীয় সম্পত্তি মোটা টাকার বিনিময়ে দখল বিহীন বাদীকে প্রদান করা হয়। এ ব্যাপারে অফিস প্রধান এএসও আলমগীর শেখকে অবহিত করা হলেও তিনি অজ্ঞাত কারণে নিরবতা পালন করেন।
এএসও আলমগীর হোসেন শেখ দ্বারিকামারি মৌজায় পুলিশ অফিসার দেলোয়ার হোসেনের ৫৪ শতক জমির মধ্যে ৭ শতক ও ২৫ শতক জমির মধ্যে ৫ শতক প্রদান করেন। একই মৌজায় আবদুল হানিফের ৫৪ শতক জমির মধ্যে ৩ শতক জমি প্রদান করেন। পরবর্তিতে যোগাযোগ করা হলে টাকার বিনিময়ে সংশোধন করে দেন তিনি। এই একই মৌজায় বাদী মো: জুয়েল হোসেন বিবাদী মো: আনোয়ার হোসেনের নিকট ৫ শতক জমি ক্রয় করেন। বাদী নোটিশ পাওয়ার পর বিবাদীসহ এজলাসে হাজির হন। বিবাদী আনোয়ার হোসেন এজলাসের সামনে দাঁড়িয়ে জমির প্রতি তার কোন প্রকার দাবী নেই জানিয়ে দিলেও রায়ের বেলায় এএসও আলমগীর হোসেন শেখ মামলাটি অজ্ঞাত কারণে খারিজ করে দেন।
ফুলবাড়ী মৌজায়, এএসও খন্দকার তানবীরুল হক ৯৯ নাম্বার মামলার রায় লেখার পরও বিচারিক এজলাসে কর্মরত চেইনম্যান শ্রী আনন্দ মোটা অংকের টাকা নিয়ে রায় কেটে মজিবর নামের একজনকে বাদীভুক্ত করে ১ একর ২৫ শতক জমি প্রদান করেন। প্রকৃতপক্ষে এই জমির মালিক আহসান হাবীব ও তার ভাই আহসান মালেক।
সাতমেরা মৌজার দায়িত্বপ্রাপ্ত অফিসার আবু শাহীন আজাদ বিবাদী জমি ছাড়িয়া দিলেও টাকা না পেয়ে ৪ শতক জমির মধ্যে ৩ শতক জমির পর্চা কেটে দেন মো: আব্বাস আলীকে। এ ছাড়াও তার বিরুদ্ধে একটি পক্ষের দাড়া প্রভাবিত হয়ে একজন সিনিয়র সহকারি সচিবের মাতাকে হয়রানি করারও অভিযোগ রয়েছে।
এ ছাড়াও সার্ভেয়ার আকতারুজ্জামান আকতার একাধিক তদন্তে গিয়ে এক পক্ষের দাড়া প্রভাবিত হয়ে অপরপক্ষের বিপক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রতিনিয়ত।
অফিসের অপর একটি সূত্র জানায়, খতিয়ান উত্তোলনে ১ শত ২০ টাকা সরকারি ফি হলেও নেওয়া হয়, ২শত টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত। বাদীভুক্ত বাবদ মামলা বুঝে ১৫ শত টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। কোন মামলায় দাগ ছাড়া পড়লে ওই মামলায় ছাড়া পড়া দাগ নাম্বারটি অর্ন্তভুক্ত করতে গেলে ১ হাজার থেকে শুরু করে মামলা বা জমির পরিমান বা জমির পরিবেশ বুঝে র্নিধারণ করা হয় টাকার অংক। এছাড়াও মামলার নোটিশ প্রদানের ক্ষেত্রে অফিসের জনবল কাজে না লাগিয়ে পাঠানো হয় বাহিরের লোক।
এ ব্যাপারে পঞ্চগড় সদর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মো: আলমগীর হোসেন শেখ কোনো সদুত্তর না দিয়ে, প্রসঙ্গ এড়িয়ে এই প্রতিবেদককে বলেন, আপনার সাথে আমাদের একটি সু-সর্ম্পক আছে। আমি চাই এই সর্ম্পক ঠিক থাকুক। এরপর তিনি তার একজন অধিনস্তকে ডেকে আমাকে নিয়ে মাথা ঠান্ডা করতে বলেন এবং আমার ডায়রিতে নেওয়া তথ্য ছিড়ে ফেলতে বলেন।
এ ব্যাপারে জোনাল সেটেলমেন্ট অফিসার শামসুল আজম মুঠোফোনে বলেন, বিষয়গুলো আমাকে লিখিত অভিযোগ আকারে বা হোয়ার্টএ্যাপে পাঠিয়ে দিলে এসব অনিয়মের বিরুদ্ধে আবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।