নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
বুধবার (২৭ জুলাই) বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আনারপুরা জেএমআই রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে দিবসটি পালন করে নেতাকর্মীরা। শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।
গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক কমিটির সহ-সভাপতি মো. কামরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে ও সদ্য সাবেক যুগ্ম সম্পাদক আবু সালেহ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো.সারোয়ার আহম্মেদ ফরাজী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল হক পার্থ, সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন মোল্লা, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের গনসংযোগ ও সাংবাদিকতা বিষয় সম্পাদক মো. মফিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আহমেদ রাসেল,গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সিকদার মো. জামান প্রমুখ।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।