জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নে আওয়ামী লীগের ওযার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে মো.নুরল মোল্লা(৪৫)নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত ২৬জুলাই মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। আহত নুরল মোল্লা ওই ইউনিয়নের রায়েরচর মোল্লাপাড়া এলাকার মৃত জালফাস মোল্লার ছেলে। বর্তমানে গুরুতর আহত নুরুল মোল্লাকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়,সম্প্রতি লক্ষীরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। ঐ কমিটিতে আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দিয়ে কিছু সংখ্যক বিএনপি থেকে আগত লোকজনদের নাম অর্ন্তভূক্ত করায় দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এজন্য ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ প্রার্থী মো.নুরল মোল্লা(৪৫)সহ অনেক ত্যাগী নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানায়। তারই জের ধরে ঐদিন রাতে বারুয়ামারী বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে নুরল মোল্লার উপর হামলা চালায়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি কুপিয়ে তাকে গুরুতর অহত করে। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তিকরে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগি পরিবার। এদিকে নুরল মোল্লার উপর বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাই হামালায় জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলত শাস্তির দাবি করেছেন এলাকাবাসি।
এ ব্যাপারে প্রতিপক্ষের সাধারন সম্পাদক বাবুল আক্তার হামলার বিষয়টি অস্বীকার করে বলেন,ভিজিএফ এর চালের স্লিপ বিতরণ নিয়ে এলাকাবাসীদের সাথে নুরুল মোল্লার ঝগড়া বিবাদ হযেছে। তারাই হয়তো তার উপর হামলা চালিয়েছে বলে তিনি দাবী করেছেন।
এ বিষয়ে বারুয়ামারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.আছাদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,হামলার বিষয়টি আমি শুনেছি।