নীলফামারীর সৈয়দপুরে বাব,দাদার পৈত্রিক সম্পত্তিতে বসতবাড়ী নির্মাণে প্রতিবেশীর বিরুদ্ধে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এটি ঘটেছে ২৭ জুলাই উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়া সরদার পাড়ায়। জমির মালিক আজগার আলি জানান,তাঁর বাবা নিরাশা মামুদ জীবিত থাকা অবস্থায় ৭ শতক জমি প্রতিবেশী মোরাদ মাস্টারের কাছে বিক্রি করেন। নিরাশা মামুূদ মারা যাওয়ার পর ওই ৭ শতক জমি ক্রেতা মোরাদ মাস্টার ভোগ দখল করে আসছে। এদিকে ক্রেতা মোরাদ মাস্টারও মারা যান। এরপর মোরাদ মাস্টারের ক্রয় করা ৭ শতক জমি তার ছেলেরা স্থানীয় মসজিদে দান করেন। এদিকে ক্রয়কৃত ৭ শতক জমির পরিবর্তে ভুলবসত রেকর্ড হয় ১৬ শতক।
বাড়তি ৯ শতক জমি দাবী করে মাহবুব মাস্টার গং বিভিন্নভাবে হুমকী প্রদান করে আসছে বসতঘর নির্মাণকারীকে।
মাহবুব মাস্টারের পরামর্শে মসজিদ কমিটির বায়েজিদ মসজিদের সাথে বসতঘর নির্মাণ বন্ধে আদালতে মামলা করেন। কিন্তু দেড় বছর পর চলতি মাসের ১৮ জুলাই আদালত তাদের দায়ের করা মামলা খারিজ করে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
বাব দাদার আমল থেকে দখলে থাকা ওই জমিতে আজগার আলি বসতঘর নির্মাণ করলে তাতে কোন প্রকার টু শব্দ হয়নি। কিন্তু ২৭ জুলাই বসতঘরে টিন লাগানোর সময় হঠাৎ করে মৃত মোরাদ মাস্টারের ছেলে মাহবুব মাস্টার,মশিয়ার রহমান,মোরশেদুল বাঁধা প্রদান করেন। এদের সাথে যোগ দেয় বায়েজিদ হোসেন,ওবায়দুল হক,হাসানুর,আব্দুল্লাহ আল কাফী,সারাফাতুল বারী ও দুরান্ত। এ সময় তারা জমির মালিককে নানান ধরনের হুমকী প্রদান করেন এমন অভিযোগ করা হয়।
এ ব্যাপারে ওই এলাকার আবু তাহের ( ৫৭), আলেফ উদ্দিন (৬৫) ও মনছুর আলি (৭৫) জানান,যার জমি সে বসতঘর নির্মাণ করছেন।
এতে অযথা ওই জমি নিজের দাবি করে মাহবুব মাস্টার গং নির্মাণে বাঁধা দিচ্ছেন। এটা অন্যায় ও গায়ের জোড়।
এ বিষয়ে মাহবুব মাস্টার গং এর সাথে যোগাযোগ করা হলে তাদের দেখা না মেলায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।