পঞ্চগড়ের বোদায় বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বোদা পাথরাজ সরকারি কলেজ মাঠে গাছের চারা রোপন করা হয়। উপজেলা যুবলীগের আয়োজনে গাছের চারা রোপন কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ। এ সময় পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।