পিরোজপুরের নাজিরপুরে স্বেচ্ছা সেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালক করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭জুলাই) সকালে উপজেলা পরিষদের ভীতর থাকা বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন ও র্যালী বের হয়। পরে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি তুহিন হালদার তিমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সজীব, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।