টানা ৫ দিন পর্যন্ত লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন সড়ক দুর্ঘটনায় আহত আশরাফুল ইসলাম ( ৪৫)। তিনি উপজেলার বালাবাড়ীহাট খাদ্য গুদাম সংলগ্ন এলাকার আনোয়ার হোসেনের পুত্র।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ৩টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, শুক্রবার (২২ জুলাই) ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ফাহমিদা হক বাসে চিলমারী আসার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রীজ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় দাঁড়িয়ে থাকা মিশুকে ধাক্কা দিলে চালক রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। বাসে থাকা আশরাফুল সহ ৩জন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
অবশেষে মঙ্গলবার বেলা ৩টায় মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে আহত আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।