মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় চুরি প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া চুরিসহ অপরাধমূলক ঘটনা প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ১৮ জুলাই উপজেলার কামিনীগঞ্জ বাজারের চুরি ঘটনায় পুলিশের অভিযানে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত জাবেদ আহমেদকে গ্রেফতার করা হয়। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাও গ্রামের জামাল মিয়ার ছেলে। এই নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
জুড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী দিক নির্দেশনায় চুরির ঘটনায় জুড়ী থানার মামলা নং- ০৮(০৭)২২ এর আসামি জাবেদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, কামিনীগঞ্জ বাজারের চুরির ঘটনায় জাবের আহমেদ সহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। চুরি প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।