নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর বালাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। বর্তমানে মাদ্রাসায় সাড়ে তিনশ শিক্ষার্থী লেখাপড়া করছে। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী দাখিল পর্যন্ত। দাখিল মানবিক বিভাগ রয়েছে। এ মাদ্রাসায় শিক্ষক রয়েছে ১৩ জন। তবে শুণ্য পদ রয়েছে শিক্ষক তিনটি। চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে দুই জন। শুণ্য রয়েছে আয়া পদ। পাশাপাশি ৮ বছর থেকে শুণ্য রয়েছে অফিস সহকারি পদটি। এক কথায় এখানে নিয়োগ বানিজ্য হতে পারে মোটা অংকের টাকা।
বর্তমান মাদ্রাসা সুপার শহিদুল ইসলাম। তিনি ইতঃপূর্বে নিয়োগ দেয়ার কথা বলে ওই এলাকার বেশ কয়েকজন ছেলের কাছ থেকে অর্থ গ্রহণ করেন। পরবর্তীতে নিয়োগ দিতে না পাড়ায় তার বিরুদ্ধে এলাকায় মানববন্ধন করে চাকুরী প্রত্যাশীরা। সুপারের বিরুদ্ধে এলাকার লোকজন আন্দোলন গড়ে তোলে। এক পর্যায় সুপার এ বিষয়টি নিয়ে আদালতে মামলা করে। যা চলমান রয়েছে।
এদিকে গত ২৯ মার্চ থেকে সুপার শহিদুল ইসলাম কোন প্রকার ছুটি,কাউকে দায়িত্ব না দিয়ে মাদ্রাসায় আসা বন্ধ করে দেন। সুপার অনুপস্থিত থাকায় মাদ্রাসায় লেখাপড়ায় ব্যঘাত সুষ্টি হচ্ছে এমন কথা জানালেন মাদ্রাসার এক শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন,প্রায় ৪ মাস থেকে সুপার মাদ্রাসায় আসেন না। তিনি কোন ছুটিও নেননি। তাছাড়া ভারপ্রাপ্ত হিসাবে কাউকে তিনি দায়িত্বও দেননি। কেন তিনি মাদ্রাসায় আসছেন না তাও আমরা জানিনা। সুপার অনুপস্থিত থাকায় মাদ্রাসার মধ্যে একটা জগাখিচুরী অবস্থা বিরাজ করছে। বিষয়টি আমরা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি কিন্তু তবুও কোন সুফল পাইনি।
কেন কয়েক মাস থেকে সুপার মাদ্রাসায় আসছেন না এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন জানান,ওই মাদ্রাসায় এলাকার লোকজনের সাথে সুপারের মামলা চলছে। তাছাড়া তিনি নাকি মাঝে মধ্যে মাদ্রাসায় আসেন এমন খবর আমি জানি। তবে কয়েক মাস থেকে তিনি মাদ্রাসায় আসেন না তা জানি না। যদি এমন হয়ে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার স্বপন চন্দ্র রায় বলেন,মাদ্রাসার ম্যানেজিং কমিটি বার বার সুপার তার নিজস্ব লোকজনকে নিয়ে গোপনে তৈরি করেন। যার কারণে এলাকার লোকজনের সাথে তার ঝগড়া বাঁধে। এবারো তিনি পকেট কমিটি করেছে। আর এ কারণেই হয়তো তিনি মাদ্রাসায় আসা বন্ধ করে দেন।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য মনোয়ার হোসেন জানান,আমি সাবেক কমিটির সদস্য ছিলাম। বর্তমান কমিটিতে আবার আমাকে সদস্য রাখা হয়েছে। কিন্তু আমি নিজে জানি না সুপার কবে কমিটি করলো।
অনুপস্থিতির বিষয়ে জানার জন্য মাদ্রাসার সুপার শহিদুল ইসলামকে তাঁর মোবাইলে কল করা হলে তিনি কল কেটে দেন। ফলে মন্তব্য নেয়া সম্ভব হয়নি।