কুমিল্লার হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, জন্মনিবন্ধনে অনিয়ম ও বাল্যবিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, আবদুল হক সরকার ও কামাল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সসদ্যরা বক্তব্য রাখেন।