আগামীকাল ২৭ জুলাই। মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও গাংনী পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ উপলক্ষে উপজেলার ৮০ টি কেন্দ্রে ইভিএম মেশিন সহ ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। জেলা নির্বাচন অভিসার ও ভোটের রিটার্ণিং অফিসার মোঃ আবু আনসার জানান, মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে প্রত্যেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ভোটের সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। ভোট গ্রহনে দায়ীত্বরত পুলিশ, আনসার সদস্য সহ নির্বাচনের দায়ীত্ব পালনকারী সদস্যরা বিভিন্ন যাবাহনে করে ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে নিয়ে গেছে। বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। মেহেরপুর সদর উপজেলায় ৮০ টি ভোট কেন্দ্রে ২ লাখ ১০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গেল ১৫ জুন মেহেরপুর সদর উপজেলার নব গঠিত বাড়াদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন চেয়ারম্যান পদে বিজয়ী হলে এই পদটি শূণ্য হয়। উপ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বান্দতা করছেন।