শ্রীমঙ্গলে নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সরকারি সেবাদানকারিদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় সুইজারল্যা- ভিত্তিক এসডিসি'র অর্থায়নে, হেলভেটাস'র কারিগরি সহযোগীতায়, প্রিপ ট্রাস্টের বাস্তবায়নে ও অপরাজিতা প্রকল্পের আয়োজনে শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ জাকির, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা প্রমুখ।
আরো উপস্হিত ছিলেন অপরাজিতা প্রকল্পের সিলেটের মনিটরিং এ- ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর রত্না গমেজ, প্রিপ ট্রাস্টের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার অমিয় বর্মন ও শ্রীমঙ্গল উপজেলা কো-অর্ডিনেটর তাহমিনা পারভীন।
মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন সেবাদানকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্য, সম্ভাব্য নারী প্রতিনিধি ও অপরাজিতা সদস্যসহ ২৫ জন অংশগ্রহণ করেন।