শ্রীমঙ্গলে উপজেলা সমবায় দপ্তরের সাথে হোপ ফর দ্য পুওরেস্ট'র ওয়াশ স্যানিটেশন ও স্যানিটারী ন্যাপকিন উদ্যোক্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শ্রীমঙ্গলের নজরুল কমিউনিটি সেন্টারে ‘ফরম্যাশন অব ওয়াশ বিজনেস অ্যাসোসিয়েশন’ শিরোনামে মতবিনিময় সভাটি সিমাভীর অর্থায়নে নিউ এরিয়া ওয়াশ এসডিজি ডব্লিউএআই সাব-প্রোগ্রাম বাংলাদেশ প্রজেক্টের অধীনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আশা’র শ্রীমঙ্গল সদর-১ ব্রাঞ্চ ম্যানেজার মো. হেলাল উদ্দিন হায়দার এবং পরিচালনা করেন হোপ ফর দ্য পুওরেস্টের ট্রেনিং অফিসার সাদিয়া আফরিন ও মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ রুহুল আমিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমবায় অফিসার মোঃ আমিনুর রহমান।
সভায় উদ্যোক্তাদের বর্তমান অবস্থা, তাদের ব্যবসায়িক ও সার্বিক উন্নয়নে হোপ ফর দ্য পুওরেস্টের ভূমিকা, ওয়াশ সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রভৃতি বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভার ওয়াশ এসডিজি স্টাফ, এবং শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২ জন স্যানিটেশন, স্যানিটারী ন্যাপকিন, পানি ও ময়লা সংগ্রহকারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সমবায় কর্মকর্তা মোঃ আমিনুর রহমান কিভাবে ওয়াশ সংগঠন তৈরি করা যায় সে বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন।