জামালপুরের সরিষাবাড়ীতে ২০২১-২২ অর্থ বছরের বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কম্পাউন্ডে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও ময়মনসিংহ
স্থানীয় সরকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক আবদুল আলীম।
এতে বক্তব্য রাখেন, উপ-সচিব ও জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভার মেয়র মনির উদ্দিন,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনদিন ব্যপী এ মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১৬টি স্টল অংশ নেয়। ২৫ জুলাই থেকে শুরু হওয়া মেলা চলবে ২৭ জুলাই পর্যন্ত।