মেহেরপুরের গাংনীতে শিপন দাস (৩৯) নামের এক মাদক সেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও এক হাজার টাকা জরিমানা (অর্থদন্ড) করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম এ জেল জরিমানা প্রদান করেন। মাদক সেবী শিপন দাস গাংনী মহিলা কলেজ পাড়ার বাদল দাসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,শিপন দাস গাংনী মহিলা কলেজ পাড়ায় মাদক সেবন করছে এমন গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিপন দাসকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৮পুরিয়া গাঁজা ও ২ টি কল্কি উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ১ হাজার টাকা জরিমানা করে। এ সময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল মান্নান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।